Our Approach

You could also call  heading “Our philosophy” or “Our vision.” This is the place to talk about what drives you and your business and what’s unique about your process. What you write here should be something distinct and interesting about your business that sets it apart from others in the same industry.

Our Story

জালালউদ্দীন বাবু অর্থাৎ অরগেইটের প্রতিষ্ঠাতা শৈশব থেকেই একজন ইলেক্ট্রনিক্স হবিষ্ট ছিলেন। বহু বছরের গবেষণার ফসল হিসেবে তিনি ১৯৯৫ইং সালে একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করেন। যার নাম ছিল স্যার জগদীশ চন্দ্র বসু ম্যামরিয়্যাল সাইন্স ক্লাব। এর বিভিন্ন শাখাগুলের মধ্যে পদার্থ বিজ্ঞান, ফিলিত পদার্থ বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞান ছিল অন্যতম। তবে ক্লাবের কম্পিউটার বিভাগটিই শুধুমাত্র সাড়া পাওয়ার ১৯৯৬ইং সালে অরগেইট কম্পিউটারস প্রতিষ্ঠা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নের পাশাপাশি জালালউদ্দীন বাবু বেশ সফল ভাবে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছিলেন। অসাংখ্য প্রশিক্ষণার্থী এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের বেসিক কোর্স থেকে শুরু করে প্রোগ্রামিং, এ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন সহ হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কোর্স সম্পন্ন করে। ২০০১ইং সালে জালালউদ্দীন বাবু ইন্ডিয়ার দিল্লী থেকে এ্যানিমেশনের উপর এডভান্সড কোর্স সম্পন্ন করেন। ২০০৪ইং সালে জালালউদ্দীন বাবু বাংলাদেশ টেলিভিশনের চুক্তিভিত্তিক গ্রাফিক ডিজাইনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০০৬ইং সালে বিটিভিতে নিজস্ব নির্মিত কার্টুন গল্পদাদুর গল্প কার্টুনটি প্রচারের মাধ্যমে দেশব্যাপি পরিচিতি লাভ করেন। বর্তমানে শাম্পান একাডেমির মাধ্যমে পল্লবীতে শিশুদের নানান কোর্স পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি এ্যানিমেশন ও মাল্টিমিডিয়ার উপর ফ্রিল্যান্সিং করে থাকেন।

Founder and CEO

Jalaluddin Babu, MFA, BFA(hons) Dhaka University


Call to Action